শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪০ এএম, ২০২২-০১-৩০
চট্টগ্রামের সাতকানিয়ার আলোচিত মন্দির ভাঙচুর মামলার আসামি মুজিবুর রহমান। ওই মামলায় আদালত থেকে জামিনও মেলেনি তার। সাতকানিয়া থানা পুলিশের খাতায় তার নাম পলাতক আসামি হিসেবে উল্লেখ রয়েছে। অথচ এই পলাতক আসামি ও উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক অংশ নিচ্ছেন বিভিন্ন সভা-সমাবেশে। অংশ নিচ্ছেন সরকারবিরোধী গোপন বৈঠকেও।
অভিযোগ রয়েছে থানা পুলিশকে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করায় তাকে গ্রেফতার করছে না পুলিশ। পরোয়ানার হুলিয়া মাথায় নিয়ে অনেকটা নির্ভার হয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে ভূমিকা রাখছেন তিনি। ইতোমধ্যে গোপনে বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ কারণে নির্বাচনে সাধারণ মানুষের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছেন।
জানা গেছে, কুমিল্লা শহরে নানুয়া দীঘির পাড়ে একটি পূজামণ্ডপে কুরআন অবমাননার কথিত অভিযোগে গত ১৩ অক্টোবর ওই শহরে আটটি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছিল। ওই ঘটনার জের ধরে পরদিন সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের জোট পুকুরিয়া এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি মণ্ডপে হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি মুজিবুর। এসব মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দের নির্দেশনা রয়েছে। অথচ আলোচিত এই মামলা দায়েরের সাড়ে তিন মাস পেরিয়ে গেলে গ্রেফতার হননি মুজিবুর।
উল্টো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে দিবালোকে সভা করে যাচ্ছেন এই বিএনপি নেতা।
জানতে চাইলে চট্টগ্রাম আদালতের এক আইনজীবী সাতকানিয়া প্রতিদিনকে বলেন, 'আমি আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় খোঁজ নিয়েছি। এখনো মুজিবুর রহমান নামের আসামি কাঞ্চনা মন্দির ভাঙচুর অর্থাৎ ২০২১ সালের ১৬ অক্টোবর সাতকানিয়া থানায় দায়ের হওয়া ১৭/২৯৬ নম্বর মামলার আসামি মুজিবুর রহমান জামিন হননি।'
নিজস্ব প্রতিবেদক : কেরানীহাট বাজারের ইজারাদার টানা দুইবার সরকারকে রাজস্ব না দিয়ে বাজার থেকে নিয়মিত ইজারা আদায় করছেন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়ার ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলামের ফল বাগানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন ধরি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দুই হাজার পিচ ইয়াবাসহ হাতেনাতে একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ইয়াবা ব্যবসায় জড়িত আর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হত্যা মামলার র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কালিয়াইশের দূর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ১হা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Satkania Pratidin | Developed By Muktodhara Technology Limited