শিরোনাম
সংবাদদাতা লোহাগাড়া :: | ১২:০১ এএম, ২০২১-০১-১৩
মোহাম্মদ আব্দুল্লাহ। পেশায় ছিলেন ট্রাক চালক। ৩৮ বছর আগে কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একটি পা হারান তিনি। ৩ মাস বিছানায় কাটিয়ে আবারও ফিরে আসেন জীবনযুদ্ধে।
আব্দুল্লাহর মতো অনেকেই পা হারিয়ে ভিক্ষাবৃত্তি করছেন। হাত পাতছেন অন্যের কাছে। কিন্তু আব্দুল্লাহ অন্যের কাছে ছোট হতে নারাজ। দুই পা নেই তো কি হয়েছে! এক পায়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছেন বড় হওয়ার। নিজের পায়ে দাঁড়ানোর। নিজের যতটুকু আছে সেটুকু দিয়ে শুরু করেছেন ব্যবসা।
প্রথমেই লোহাগড়া বাজারের এক পাশে বসে বিক্রি করতেন পান আর সিগারেট। পরে শুরু করেন চা বিক্রি। এতে সংসার চালাতে হিমশিম খেতে হতো আব্দুল্লাহর। পরে ছেলে একটু বড় হতেই বাবার সঙ্গে শুরু করেন চা বিক্রি। বাপ বেটার বেচাকেনায় ভালোভাবেই চলছে সংসার। এরই মধ্যে বিয়েও দিয়েছেন তিন মেয়ের। ছেলে এখন কক্সবাজারে টমটম চালান। আব্দুল্লাহ বিক্রি করেন বাদাম। প্রতিদিন সিদ্ধ বাদাম বিক্রি করে ৪০০-৫০০ টাকা আয় হয় আব্দুল্লাহর। এতে ভালোভাবেই সংসার চলছে তার।
জানতে চাইলে আব্দুল্লাহ বলেন, কক্সবাজারের হাশেমিয়া মাদরাসার সামনে সড়ক দুর্ঘটনায় একটি পা হারায়। পা হারিয়ে নিজেকে খুব অসহায় মনে হয়েছে। কিন্তু দমে যায়নি। মানুষের কাছে হাত পাতিনি। এ সময় পাশে ছিল আমার স্ত্রী। সব সময় আমাকে সাহস যুগিয়েছে।
তিনি আরও বলেন, অনেকেই আমার এ অসহায়ত্বের সুযোগ নিতে চেয়েছে। আমি তাদের সুযোগ দেয়নি। এক পা নেই তো কি হয়েছে? আল্লাহর উপর ভরশা করে এগিয়ে গিয়েছি সামনের দিকে। নিজের উপার্জিত টাকায় তিন মেয়েকে বিয়েও দিয়েছি। কারো কাছে হাত পাতিনি। বাকিটা জীবন আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে খাবো।
আব্দুল্লাহর প্রতিবেশী ও লোহাগাড়া বাজারের ওষুধের দোকানদার মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন পঙ্গু অবস্থায় আব্দুল্লাহ ভাইকে দেখছি। বাদাম বিক্রি করছেন অনেকদিন ধরে। মানুষ সাহায্য দিতে চাইলেও নেন না।
ডেস্ক রিপোর্ট : সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ বুধবার দিবাগত রাত পৌনে ২টা...বিস্তারিত
ডেস্ক রিপোর্ট : কেউ উন্নয়ন করে জনপ্রতিনিধি হয়, কেউ হয় উন্নয়নের আশ্বাস দিয়ে। কারও আশ্বাস আশ্বাসই থেকে যায়, সক্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী মাঠ গরম রেখেছে চরতী ইউনিয়ন। এই ইউনিয়ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নবগঠিত উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বসতভিটে নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ...বিস্তারিত
রমজান আলী : সাতকানিয়া সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Satkania Pratidin | Developed By Muktodhara Technology Limited