শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫১ এএম, ২০২০-১২-২৭
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নিযুক্ত হলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রুপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান।
দেশের মাদ্রাসাগুলোর উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ তাকে মনোনয়ন দেন।
একইসাথে এ মাদ্রাসার বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে উপাচার্য কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সাবেক সহ সভাপতি আবু ছালেহকে নিযুক্ত করেন।
শনিবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিভাগের গভর্নিং বডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুসা।
তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, 'গত ২৪ ডিসেম্বর ২০২০ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু সুফিয়ানকে কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নিযুক্ত করেন। একইসাথে এ মাদ্রাসার বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয় আবু ছালেহকে।'
এ বিষয়ে আবু সুফিয়ান বলেন, 'কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য দ্বীনি বিদ্যানিকেতন। একটি উপশহরের প্রাণকেন্দ্রে অবস্থান হওয়ার পরও দীর্ঘদিন এই মাদ্রাসা সঠিক নেতৃত্বের অভাবে অবহেলিত ছিল। আমি আমার সাধ্যমতো মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করে যাব।'
বিদ্যোৎসাহী প্রতিনিধি আবু ছালেহ বলেন, 'আমি দীর্ঘদিন মাদ্রাসার দাতা সদস্য হিসেবে ছিলাম। এই প্রাচীন প্রতিষ্ঠান আমার প্রাণের সাথে জড়িত। মাদ্রাসার অগ্রগতির সকল কাজে আমি কাজ করে যাব। আমি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নবগঠিত উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কেরানীহাট বাজারের ইজারাদার টানা দুইবার সরকারকে রাজস্ব না দিয়ে বাজার থেকে নিয়মিত ইজারা আদায় করছেন...বিস্তারিত
রমজান আলী : সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নে তেমুহনী (বোবার বাপের বাড়ি) এলাকায় গত ২০ জানুয়ারি দুপুর ৩ টায় শাহ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যাপক আহসান মৌলাকে আহ্বায়ক ও মুরশেদ আলমকে যুগ্ম আহ্বায়ক করে কে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Satkania Pratidin | Developed By Muktodhara Technology Limited