শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩৬ পিএম, ২০২০-১২-১৩
দীর্ঘ ২২ বছর পর সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হত্যা মামলায় সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দিনসহ ১০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী এসইউএম নুরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রায় ২১ বছর আগে ১৯৯৯ সালের ৩ অক্টোবর সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের সামনে সোনাকানিয়া ইউনিয়নের পর পর দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করা হয় । এ ঘটনায় পরের দিন ৪ অক্টোবর নিহতের স্ত্রী সৈয়দা রওশন আকতার বাদী হয়ে সাতকানিয়া থানায় ২১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১ জন আসামীকে বাদ দিয়ে ২০ জনকে অভিযুক্ত করে পুলিশ ২০০০ সালের ২২ ডিসেম্বর আদালতে মামলার চার্জশিট দাখিল করেন ।
আমজাদ হোসেনের স্ত্রী ও মামলার বাদী সৈয়দা রওশন আক্তার বলেন, ‘স্বামী হত্যার বিচার চেয়ে ২১ বছর ধরে অপেক্ষা করেছি। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়ে আমি আনন্দিত। আমি আর কিছু চাই না।’
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমজাদ হত্যা মামলার র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়ার উপজেলার সোনাকানিয়ায় গভীর রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গত রোববার দিবাগত রা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষক পরিবারে জন্ম আব্দুল মান্নানের। গ্রামের ধুলো গায়ে মাখিয়েই তার বেড়ে ওঠা। শৈশব কেটেছে তার গ্রা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Satkania Pratidin | Developed By Muktodhara Technology Limited