শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৫৪ এএম, ২০২০-১২-০৯
সাতকানিয়ায় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমনে এক টমটম চালক নিহত ও আহত হয়েছেন অপর এক বৃদ্ধ।
রোববার রাত পৌঁনে ৮টার দিকে উপজেলার বাজালিয়া-ধর্মপুর ইউনিয়নের সীমান্ত এলাকা পশ্চিম বাজালিয়া মোনায়েম মসজিদের সামনে ও ধর্মপুর বিশ্বের হাট দাশ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড চাঁদের পাড়ার মৃত বাঁচা মিয়ার পুত্র টমটম চালক নেচার আহমদ (৫৩) ও অপর আহত একই
ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিশ্বেরহাট দাশ পাড়ার মৃত নিবারণ দাশের পুত্র নিত্য লাল দাশ বাঁচা (৬৫)।
নিহত-আহতের স্বজন ও যুবলীগ নেতা আ.স.ম ইদ্রিছ জানান, গতকাল রবিবার রাত পৌঁনে ৮টার দিকে পশ্চিম
বাজালিয়া মোনায়েম মসজিদের সামনে নিজের টমটমে বৈদ্যুতিক চার্জে লাগিয়ে বাড়ি ফিরছিল নেচার আহমদ। এ সময় হঠাৎ করে পাহাড় থেকে নেমে আসা একটি হাতি তাকে শুর দিয়ে ঝাপটে ধরে পা দিয়ে পিষ্ট করে চলে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটআশ-শেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষনা করেন।
পরবর্তীতে একই হাতিটি উত্তর-পূর্ব দিকে প্রায় ৩০০মিটার দূরে ধর্মপুর বিশ্বেরহাট দাশ পাড়ায় গিয়ে প্রস্রাব করার
জন্য ঘর থেকে বের হওয়া নিত্য লাল দাশকে শুর দিয়ে ধরে আছাড় ও পা দিয়ে হাত ও পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে। সেখান থেকে তাকেও
কেরানীহাট আশ-শেফা হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাতেই চমেক হাসপাতালে প্রেরণ করেন
চিকিৎসকরা।
এ ব্যাপারে বাজালিয়ার বড়দুয়ারার ফরেস্টার বিট কাম চেক ষ্টেশন অফিসার সিকদার আতিকুর রহমান বলেন, 'ঘটনাস্থলে গিয়ে জানতে
পারি পাহাড় থেকে সন্ধ্যার আগে ৪/৫টি হাতি বাজালিয়া-ধর্মপুর এলাকায় আসে। এদের মধ্যে একটি হাতি এক টমটম চালককে পিষ্ট করে
নিহত ও শুর দিয়ে আঘাত করে এক বৃদ্ধকে গুরুতর আহত করে। তিনি বলেন, বিধি মোতাবেক বন বিভাগ নিহত ও আহতের ক্ষতিপূরণ দিবে।'
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু হাতির আক্রমনে নিহত হয়েছে, তাই পরিবার বিনা ময়নাতদন্তের আবেদন করলে দাফনের জন্য লাশ তাদের দিয়ে দেয়া হবে।'
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম চৌধুরী বলেন, 'খবর পেয়ে বনবিভাগ ও পুলিশকে জানিয়েছি। নিহত ও আহতদের ক্ষতিপূরণ বনবিভাগের নিয়ম অনুযায়ী দেয়া হবে।'
নিজস্ব প্রতিবেদক : 'প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিছক্ষনতার কারণে করোনায়ও থেমে নেই দেশের উন্নয়নের গতি। আওয়া...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বোমাংহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র নতুন কার্যালয় ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Satkania Pratidin | Developed By Muktodhara Technology Limited