শিরোনাম
রমজান আলী | ০৫:০৮ পিএম, ২০২০-১২-০৩
সাতকানিয়া উপজেলার পূর্ব ছদাহা হযরত শাহ আব্দুল কাদের জিলানী (রহ.) দাখিল মাদ্রাসার সুপার ও মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে।
২ ডিসেম্বর ২০২০ বুধবার মাদ্রাসার সহকারী সুপার কফিলুর রহমান, সহকারী শিক্ষিকা জয়নাব বেগম, সহকারী শিক্ষক মেহেদী হাসান ও হাসান মুরাদ সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, কর্মরত শিক্ষকদের স্বাক্ষর জালিয়াতি করে সুপার মো. হেলাল উদ্দিন ও কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী বেতন তোলে নিজেদের মধ্য ভাগভাটোয়ারা করেন। আবার শিক্ষকদের না জানিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করেন।
অভিযোগকারী মাদ্রাসার সহকারী সুপার কফিলুর রহমান অভিযোগ বলেন, 'আমরা করােনার ছুটিতে দীর্ঘদিন থেকে মাদ্রাসায় আসা যাওয়া করতে পারছিনা। এই সময়ে সরকারি তহবিল থেকে প্রত্যেক শিক্ষকদের জন্য ৫ হাজার টাকা করে ভাতা আসে, কিন্তু অত্র মাদরাসার সুপার হেলাল উদ্দীন ও মাদ্রাসার সভাপতি তাজুল ইসলাম চৌধুরী বহিরাগত চার জন ব্যক্তিকে শিক্ষক হিসেবে নাম দিয়ে এবং আমাদের স্বাক্ষর জাল করে সরকারি টাকা লুট করে। এছাড়াও অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অবৈধ ভাবে এসাইনমেন্ট বাবদ ১৫০ থেকে ২০০ টাকা করে ফি আদায় করেন ।'
তিনি আরও বলেন, 'মাদ্রাসার নামে সংগৃহীত চাঁদা লুট করে শিক্ষকদেরকে না জানিয়ে গোপনে বেআইনিভাবে পরীক্ষা নিয়ে নেন । এমনকি আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষিকা জয়নাব বেগমের দুই সন্তান মাদ্রাসার ৫ম ও ৩য় শ্রেণির বিধায় তাদেরকে পরীক্ষা থেকে বঞ্চিত করেছে সুপার হেলাল । শিক্ষকদের না জানিয়ে রেখে পরীক্ষা নেওয়ার ষড়যন্ত্রের শিকার হন দুই শিক্ষার্থী । ওই শিক্ষিকা যাতে পরীক্ষা নেওয়ার খবর না জানে এই জন্য তার দুই সন্তানকে খবর না দিয়ে পরীক্ষা অন্য ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ করান। ওই দুই শিক্ষার্থীর অধিকার হরণ ও শিক্ষকদের মানহানী করেছেন দুর্নীতিবাজ, লােভী সুপার হেলাল উদ্দীন ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী । '
আরেক শিক্ষক বলেন, 'কিছুদিন থেকে অত্র মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব ও বিরােধ চলছে । একটি কমিটি এমপি মনােনীত এবং অপরটি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মনােনীত। এই দুই কমিটি থাকা সত্তেও আরও একটি গােপনে অবৈধ কমিটি করে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় সরকারি করনের ইস্যুতে মাদ্রাসার সরকারি করনের ফাইল শিক্ষা দপ্তরে জমা দিয়েছে । '
তিনি বলেন, 'অবৈধ কমিটি বর্তমান শিক্ষকদের বাদ দিয়ে বহিরাগত পাঁচ ব্যাক্তি থেকে মোটা অংকের টাকা গ্রহণ করে তাদের নাম সরকারি করণের ফাইল জমা দিয়েছেন মাদ্রাসার সুপার হেলাল উদ্দীন ও তাজুল ইসলাম চৌধুরী । অথচ বর্তমান শিক্ষকবৃন্দ মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেছেন। দীর্ঘদিন থেকে অত্র মাদরাসার শিক্ষক হিসেবে নিযুক্ত থেকে কঠোর পরিশ্রম করে শিক্ষার্থীদের পাঠদান যাচ্ছে । তাদের কষ্টের ফসল হিসেবে অত্র মাদ্রাসার ছাত্র - ছাত্রীরা সমাপনি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেন। এই রকম শিক্ষকদের বাদ দিয়ে কিভাবে পরীক্ষা নিতে পারে এই প্রশ্ন সচেতন মহলের।'
অভিযুক্ত সুপার হেলাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, 'এখানে অনেক ব্যাপার আছে যেটি মোবাইলে বলা যাবে না। আপনার সাথে আমি সরাসরি দেখা করবো। আপনাকে যা করতে হয়, তখন করবো।'
পরিচালনা কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরীকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, 'শিক্ষকদের দেয়া অভিযোগ ভিত্তিহীন। আমি আপনার চেয়ে অনেক বড় সাংবাদিক। সাংবাদিকতা আপনি আমাকে শেখাতে আসিয়েন না।'- বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসার আশীষ চিরান বলেন, 'শিক্ষকদের করা অভিযোগের কপি আমার হাতে আছে, আমি বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিবো এবং বঞ্চিত শিক্ষকদের অধিকার ফিরিয়ে দিব।'
নিজস্ব প্রতিবেদক : ছদাহা সমিতি চট্টগ্রাম মহানগরের চতুর্থ বর্ষপূর্তি, সংবর্ধনা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিবা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়ার ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলামের ফল বাগানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন ধরি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দুই হাজার পিচ ইয়াবাসহ হাতেনাতে একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ইয়াবা ব্যবসায় জড়িত আর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়ার ছদাহায় আয়েশা ইসলাম ট্রাস্টে 'ছদাহা ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলোজি' নামে এক আইটি স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ছদাহা ইউনিয়নে মাছের ঘেরের গাড়ি থেকে তিন লাখ ১০ হাজার টাকা ডাকাতি করেছে দূর্বৃত্তরা। শনিবার (২৬ ডিস...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামের সাধারণ জনগণকে সহজে ও কম খরচে সরকারি-বেসরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার জন্য দেশের সবকটি ইউন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Satkania Pratidin | Developed By Muktodhara Technology Limited