শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৪ এএম, ২০২০-১১-২০
সাতকানিয়ায় ৫ বছর বয়সী মিম আকতার নামে এক কন্যা শিশু নিখোঁজের ২ দিন অতিবাহিত হলেও এখনো ঘরে ফিরে না আসায় উৎকন্ঠার মধ্যে রয়েছে তার পরিবার। উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ পুরানগড়ের নিজ বাড়ি থেকে গত মঙ্গলবার শিশুটি বের হয়ে আর ফিরে আসেনি।
নিখোঁজ শিশুটির বাবা চায়ের দোকানের কারিগর মো. আকবর আলীর দাবী- তার মেয়েকে অজ্ঞান করে সিএনজি টেক্সিতে করে অপহরণ করা হয়েছে। বাড়ির পাশ সাঙ্গু নদী প্রবাহিত হওয়ার কারনে অনেকে নদীর পানিতে পড়ে ডুবে যেতে পারে এ সন্দেহে বিষয়টি সাতকানিয়া ফায়ার সার্ভিসকে অবহিত করেন। সাতকানিয়া ফায়ার সার্ভিস চট্টগ্রাম থেকে আনা ডুবুরী দল দিয়ে প্রায় ৩ ঘন্টা সাঙ্গু নদীতে খোঁজ করলেও তারা নদীতে ডুবে যাওয়ার কোন আলামত খুঁজে পায়নি।
এ ব্যাপারে পুরানগড় ইউ.পি চেয়ারম্যান আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার বলেন, 'মঙ্গলবার সকালে শিশুটি ঘর থেকে বের হয়ে দুপুর ১টা পর্যন্ত ঘরে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। অনেকেই বলছেন, শিশুটি ফুফুর সাথে দক্ষিণ পুরানগড় জলদাস পাড়ার সম্মুখস্থ স্থানে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়েছিল। ফুফু গোসল করতে নদীতে নামলে পাড়ে বসে থাকা শিশুটিকে গোসল সেরে আর দেখতে পাইনি ফুফু। আবার অনেকেই বলছেন, শিশুটি এর আগে নদীতে নেমে গোসল করতে চাইলে তাকে এলাকার লোকজন বাঁধা দেয়। শিশুটি নদীতে ডুবে অথবা কি কারণে নিখোঁজ হয়েছে তার সঠিক তথ্য এখনো অজানা।'
সাতকানিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার বিধান কান্তি শীল বলেন, 'দক্ষিণ পুরানগড়ে এক শিশু সাঙ্গু নদীতে ডুবে নিখোঁজ হয়েছে শুনে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে প্রায় ৩ ঘন্টা পানিতে খুঁজে শিশুটিকে জীবিত অথবা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।'
শিশুটির বাবা অজ্ঞান করে অপহরণ করা হয়েছে দাবি করলেও সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলছেন, 'এ বিষয়ে থানায় এখনো কেউ নিখোঁজ ডায়েরী বা মামলা করেনি।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Satkania Pratidin | Developed By Muktodhara Technology Limited