শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৩ এএম, ২০২০-১১-০৮
চট্টগ্রামের ঐতিহ্যবাহী তামাকুমন্ডি লেইন বণিক সমিতির দ্বি-বার্ষিক (২০২১-২০২২) নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্দেশিত আচরণবিধি না মেনে তারা নির্বাচনী প্রচার প্রচারণায় মেতে উঠেছেন।প্রার্থীদের ইচ্ছেমত প্রচার প্রচারণা, যাচ্ছেতাই ব্যানার-পোস্টার লাগানোসহ নানা আচরণবিধি লঙ্ঘন করতে দেখা গেছে। কিন্তু এতে নির্বাচন পরিচালনা কমিটির কোন ধরণের তৎপরতা দেখা যায়নি।
সরেজমিনে দেখা যায়,পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো তামাকুমন্ডি এলাকা। প্রার্থীরা ইচ্ছেমত ব্যানার ও পোস্টার লাগিয়েছেন। মার্কেটের অলিগলিতে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীদের নিজস্ব লোকজন।
নির্বাচনী আচরণবিধিতে উল্লেখ আছে, প্রার্থীগণ সর্বোচ্চ এ ফোর সাইজের রঙিন হ্যান্ড লিফলেট ব্যবহার করতে পারবেন। লিফলেট দেওয়ালে লাগানো বা রশি দিয়ে টাঙানো যাবে না, রঙিন অথবা সাদা কালো কোন ধরণের ব্যানার,ফেস্টুন,পোস্টার সাটানো যাবে না। কোন প্রার্থী বা তার সমর্থক যদি তথ্য প্রযুক্তি আইন ভঙ্গ হয় এমন কোন কাজ করলে তার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবেসহ ১৪টি আচরণবিধির নির্দেশনা দেন নির্বাচন পরিচালনা কমিটি।
সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী (সেলাই মেশিন প্রতীক) মো. হানিফ অভিযোগের সুরে বলেন,'বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আলহাজ্ব আব্দুল আলিম আমার প্রতীক সেলাই মেশিনের জায়গায় ময়ুর দিয়ে বিভিন্ন দোকানে দোকানে লিফলেট বিলি করেছেন। এছাড়াও তিনি একই লিফলেটে ৯ সদস্যের বিপরীতে ৫জন নির্বাচিত হবে বলে উল্লেখ করেছেন। এছাড়াও তিনি প্রচার সম্পাদকে প্রার্থী মোহাম্মদ আলমগীরের জায়গায় আলমগীর সিকদার লিখে ভুলেভরা লিফলেট প্রত্যেক দোকানে দোকানে বিলি করছেন। যা আমাদের মানক্ষুন্ন হচ্ছে।'
তিনি আরও বলেন, বিষয়টি নির্বাচন পরিচালনা কমিটিকে জানালে উনারা লিফলেটগুলো অপসারণ করার নির্দেশনা দেন। কিন্তু তারা এখনো অপসারণের বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না।
যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আলহাজ্ব আব্দুল আলিমকে এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভাই মানুষ মাত্রই ভুল করে। আমার একটু ভুল হয়েছে আরকি। আমি তো ইচ্ছে করে করিনি। এটা প্রেসের মধ্যে ছাপাতে গিয়ে ভুল করে ফেলেছে। আমি নতুন করে কার্ড ছাপানোর জন্যে বলেছি। নতুন কার্ড আসলে আমি বিলি করবো। আগেরগুলোও সরিয়ে ফেলবো।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল শরীফ বলেন, 'নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেই আমরা ব্যবস্থা নিচ্ছি। পরিচালনা কমিটিতে সদস্য কম, সবাই একদিক দিয়ে মাথা দিতে পারছি না। তামাকুমন্ডি সমিতি অনেক বড় হওয়াতে সবগুলো সামলানো যাচ্ছে না। যারা ব্যানার পোস্টারিং করছেন তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, তা সঠিক। শেষ মুহুর্তে এসে কয়েকজন প্রার্থী তা করছেন, তবে সবাই নয়। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবো।'
উল্লেখ্য, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির অধীনে রিয়াজউদ্দিন বাজারের প্রায় ১১০টি মার্কেট ও ৪ হাজার ২০০ সদস্য রয়েছেন। তারা আগামী ১১ নভেম্বর সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সিডিএ মার্কেটের ৫ম তলায় ভোট প্রদান করবেন। নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
ডেস্ক রিপোর্ট : সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ বুধবার দিবাগত রাত পৌনে ২টা...বিস্তারিত
ডেস্ক রিপোর্ট : কেউ উন্নয়ন করে জনপ্রতিনিধি হয়, কেউ হয় উন্নয়নের আশ্বাস দিয়ে। কারও আশ্বাস আশ্বাসই থেকে যায়, সক্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী মাঠ গরম রেখেছে চরতী ইউনিয়ন। এই ইউনিয়ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নবগঠিত উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বসতভিটে নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ...বিস্তারিত
সংবাদদাতা লোহাগাড়া :: : মোহাম্মদ আব্দুল্লাহ। পেশায় ছিলেন ট্রাক চালক। ৩৮ বছর আগে কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একটি পা হারান ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Satkania Pratidin | Developed By Muktodhara Technology Limited