শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৫ পিএম, ২০২০-১১-০৫
সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বোমাংহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।
গতকাল বুধবার সকাল ১১টায় এলাকার সর্বস্তরের জনসাধারনের উপস্থিতিতে সমিতির এ নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বেলাল উদ্দিন। নতুন কার্যালয় উদ্বোধন করেন বাজালিয়া ইউপি চেয়ারম্যান বাবু তাপস কান্তি দত্ত।
সমিতি কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৪,৫ ও ৬নং ওয়ার্ড) মহিলা আসনের সদস্য জয়নাব বেগম, ইউপি সদস্য মাহবুব আলম, সৈয়দ আহমদ ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফোরক আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক মো. ইউছুপ। দীর্ঘদিন ধরে বাজালিয়া বোমাংহাট ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর কার্যক্রম পরিচালিত হয়ে আসলেও সরকারী নিবন্ধন না থাকার কারনে একটি অস্থায়ী কার্যালয় থেকে এর কার্যক্রম পরিচালনা করা হত।
চলতি আর্থিক সালের ২২ অক্টোবর সমিতি সরকারী নিবন্ধনভূক্ত হলে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ স্থায়ী কার্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করেন। যার ফলে গতকাল সমিতির স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয় বলে সমিতির সদস্য মোহাম্মদ ফরিদুল আলম ও অন্যান্য সদস্যরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক শিক্ষার্থী, সমিতির সকল সদস্য ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : 'প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিছক্ষনতার কারণে করোনায়ও থেমে নেই দেশের উন্নয়নের গতি। আওয়া...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়ায় খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমনে এক টমটম চালক নিহত ও আহত হয়েছেন অপর ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Satkania Pratidin | Developed By Muktodhara Technology Limited