শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:১৯ পিএম, ২০২০-১১-০৪
পরনে লুঙ্গি। গায়ে সাদা ফতুয়া। মুখে মাস্ক। সাদাসিধে ভঙ্গিতে উঠে পড়েছেন তিনি রিকশায়৷ সারি সারি গাছে আর অবারিত মাঠের পাশ ঘেঁষে গ্রামের রাস্তা ধরে ছুটছে রিকশাটি। পেছনে আরও কয়েকটি রিকশার বহর। জাতীয় সংসদের একজন আইনপ্রণেতাকে এমন পরিস্থিতিতে দেখে সবার চোখ ঠেকেছে যেন কপালে। মুখে মুখে কথা উঠেছে, 'রিকশায় চড়ে যাচ্ছে এমপি। এমন এমপিও দেশে আছে!'
বলছিলাম চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর কথা। যেখানে দামি গাড়ির বহর নিয়ে সচারাচর এমপিদের এলাকায় কালেভদ্রে আসার কথা শোনা যায়, সেখানে রিকশায় চড়ে গ্রামের পথে পথে মানুষকে সঙ্গ দিতে আসা এমপি নদভীর এই আয়োজনটি অনেকটাই ব্যতিক্রম। সম্প্রতি তার রিকশায় চড়ে এলাকা পরিদর্শনের একটি ভিডিও আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এই ভিডিওতে দেখা গেছে, রিকশায় চেপে এমপি ছুটছে গ্রামে গ্রামে। বাজারে গিয়ে থেমেছে তাকে বহনকারী রিকশা। কেউ একজন এগিয়ে এসে সালাম দিলেন তাকে। সালাম গ্রহণ করে কুশল বিনিময় করলেন নদভী। ওই ব্যক্তির পাশে থাকা ছোট কিশোরও এগিয়ে এলেন তাকে দেখতে। মোটরচালিত রিকশার সামনে বসা সহকারীর কাছ থেকে কিছু টাকা নিয়ে হাসিমুখে ওই কিশোরের হাতে গুজে দিলেন। বললেন, এগুলো তোমার বখশিশ।
বাজার এলাকায় আরও কিছু শিশু-কিশোর নদভীকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠে। ওদের দেখে রিকশায় আর বসে থাকলেন না তিনি। নেমে এলেন। তাদের বললেন, সবাই লাইনে দাঁড়াও। এরপর প্রত্যেকের হাতে তুলে দিলেন ১০০ টাকা করে। এমপি'র হাত থেকে বখশিশ পেয়ে যেন ঈদের আনন্দই খেলে গেলো ওই শিশু-কিশোরদের মনে।
সালাত উল্লাহ নামে এক কিশোর বলেন, 'টিভিতে দেখি আমাদের এমপি সাহেবকে। কিন্তু আমাদের দেখতে তিনি রিকশায় চড়ে চলে এসেছেন গ্রামে। কতই না সরল মনের আমাদের এমপি মহোদয়। আর বখশিশ পেয়ে খুশিটা বেশিই লাগছে। এই টাকা দিয়ে ঘুড়ি আর নাটাই কিনে নিবো শীতের আকাশে উড়াতে।'
এদিকে রিকশায় চড়ে এলাকা পরিদর্শন শেষে এক ব্যক্তি গোঁ ধরলেন, তার বাড়িতে যেতে হবে এমপিকে। এমপিও রাজি হলেন। যে ব্যক্তি এমপিকে ঘরে নিতে চান, তিনি পেশায় কৃষক। তার ঘরের দেয়ালও টিনের, ছাদও টিনের। আর মেঝে মাটির। তার ঘরে অতিথি বসানোর জন্য নেই কোনো শোফা। এমনকি নেই কোনো চেয়ারও। অতিথি এমপি নদভীকে ঘরে এনে বসতে দিয়েছেন তিনি বেতের মোড়ায়! এমপিও সাচ্ছন্দ্যে বসে পড়লেন সে মোড়ায়। কিছু সময় পর গরম গরম দুধ এনে দেওয়া হল এমপির সামনে। এতে আরও সন্তুষ্ট এমপি। খেয়ে নিলেন নিঃসংকোচে। বললেন, 'গ্রামের এমন তাজা দুধ শহুরে জীবনে মিলেনা।' এমনও ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আর ফেসবুকে একজন সংসদ সদস্যের এমন সরলপ্রাণ আচরণ দেখে প্রশংসায় মুখর থাকতে দেখা গেছে অনেককে।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর সরল আচরণের পাশাপাশি ধর্মপরায়ণ আচরণও ফুটে উঠে কিছু কর্মকাণ্ডে। প্রায় শুক্রবার এলেই জুমার নামাজে খুৎবা দিতে দেখা যায় তাকে। সর্বশেষ জুমার নামাজে খুৎবা দিতে দেখা যায় তাঁকে সাতকানিয়া চিব্বাড়ী মিয়াচাঁদ পাড়া বায়তুশরফ জামে মসজিদে।
এমপি নদভীর বিষয়ে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের বাসিন্দা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান হাসান বলেন, 'মাটির মানুষই বলা যায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীকে। যেকোনো সমস্যা কানে পৌঁছলেই হয়, সমাধান দেন তিনি নিশ্চিতভাবে। গ্রামের মানুষের কাছে তিনি নিজেই যান। শুনেন তাদের কথা। অন্যান্য এলাকার এমপিদের মত আমাদের এমপি নন। কখনো পায়ে হেটে, কখনো রিকশায় চড়ে তিনি ঘুড়ে বেড়ান এলাকায়। এটা আমাদের জন্য সৌভাগ্যের।'
ডেস্ক রিপোর্ট : কেউ উন্নয়ন করে জনপ্রতিনিধি হয়, কেউ হয় উন্নয়নের আশ্বাস দিয়ে। কারও আশ্বাস আশ্বাসই থেকে যায়, সক্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাবা মরহুম জেবুল হোসেন ছিলেন সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠক। জামায়াত-শিবিরের ত্রাসে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী মাঠ গরম রেখেছে চরতী ইউনিয়ন। এই ইউনিয়ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নবগঠিত উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজে...বিস্তারিত
রমজান আলী : সাতকানিয়া সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Satkania Pratidin | Developed By Muktodhara Technology Limited